নবাবগঞ্জের কলাকোপায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান

304

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউপির রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

উল্লেখ্য, এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে এবং কলাকোপা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এসব স্কুল ব্যাগ দরিদ্র ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহম্মেদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, প্রধান শিক্ষিকা শামীমা আক্তার, পরিচালনা কমিটির নুরুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

আপনার মতামত দিন