নবাবগঞ্জের আগলায় ডাকাতি, আটক ১

290

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় এলাকাবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার আগলা পূর্বপাড়া এলাকার মো. ইব্রাহিমের বাড়ির ঘরের মূল দরজা ভেঙে ফেলে। ডাকাতদল ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র তছনছ করে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়।

ওই বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল পাশের আরেকটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ডাকাতকে গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গ্রেপ্তারকৃত ডাকাত আনোয়ারের বাড়ী মুন্সীগঞ্জ জেলায়।

আপনার মতামত দিন