নবাবগঞ্জের আগলাবাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

1335

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০০তম এজেন্ট ব্যাংকিং-কেন্দ্র গতকাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলাবাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো: মাহবুব আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দণি জোনপ্রধান মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, পিকেবি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অজিত কুমার সাহা, নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: সাইদুর রহমান এবং এজেন্ট ইক্বরা শপিং মলের স্বত্বাধিকারী মো: আমির হোসেন।

আপনার মতামত দিন