দোহার উপজেলার পদ্মাপাড়ের ইউনিয়ন নারিশা, এর অন্তর্গত রয়েছে বেশ কিছু চরাঞ্চল, যা আজও দুর্গম। নদী পাড়ি দিয়ে এই দুর্গমতা ভেঙে নারিশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না নারিশা চর, নারিকেল বাড়িয়া, মধুর চর, বিলাশপুর এলাকার শিক্ষার্থীরা।
নদী পাড়ি দিতে না পারায় জেএসসি ও এসএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনাও ঘটেছে সেখানে। এই সমস্যা দূর করার প্রয়োজনীয়তা থেকে শুধু শিক্ষার্থীদের জন্য এলজিএসপি-৩ ‘র অর্থায়নে “এম ভি শিক্ষাতরী” নামে একটি ইঞ্জিন চালিত নৌযান (বোট) চালু হয়েছে। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী’র উদ্যোগে চালু হওয়া এই সেবার উদ্বোধন হয় ২২ ফেব্রুয়ারি, ২০১৮ বৃহস্পতিবার, উদ্বোধন করেন জিয়াউল হক, ডিডিএলসি, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. আল-আমিন।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)