নগর ও এন মল্লিকে আগুন

280

নিউজ৩৯.নেট ♦ বিএনপির ডাকা হরতালের গুলিস্থানে এন মল্লিক ও নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার বিকালে গুলিস্থান মাজারের মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নগর পরিবহনের কর্মচারি সুত্র জানায়, ঢাকা থেকে দোহার যাওয়ার আগ মুহূর্তে গুলিস্থান মাজারের কাছে দুস্কৃতিকারীরা নগর ও এন মল্লিক পরিবহনে আগুন দেয়। এই সময় নগর পরিবহনের ১৮টি সিট পুড়ে যায়। পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। নগর পরিবহনের গাড়ির নাম্বার ঢাকা মেট্র ব ১৪-২১২৬।

আপনার মতামত দিন