ধানমন্ডী থেকে শফিকুল ইসলাম সেণ্টু গ্রেফতারের গুজব

1253

ঢাকার ধানমন্ডীস্থ  আবাহনী ক্লাব সংলগ্ন স্টার কাবাবের গলি থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও হজ্ব বাবা’র শিষ্য শফিকুল ইসলাম সেণ্টু গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ডিবি পুলিশের একটি দল তাকে রাত ১০.০০টায় গ্রেফতার করে।

সেখানে উপস্থিত নিউজ৩৯ এর সাংবাদিককে ডিবি’র এস আই জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে হজ্ব বাবার শিষ্য নামে পরিচিত শফিকুল ইসলাম সেণ্টুকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একা আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা  উদ্ধার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।

এ ব্যাপারে শফিকুল ইসলাম সেণ্টুর স্বজনরা জানান, এটি একটি ষড়যন্ত্র। দোহার থেকে তাকে দূরে রাখার ষড়যন্ত্র।

আপনার মতামত দিন