ধরিত্রীর সম্মাননায় ভূষিত হলেন দোহারের একলাল উদ্দিন আহমেদ

324
একলাল উদ্দিন আহমেদ

জাতীয় সম্মাননায় ভূষিত হলেন ঢাকার দোহার উপজেলার কৃত্বি সন্তান একলাল উদ্দিন আহমেদ। ধরিত্রী বাংলাদেশ সংগঠনের পক্ষ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। একলাল উদ্দিন আহমেদ ঢাকার দোহার উপজেলার ইশরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর কবি সুফিলা কামাল মিলনায়তনে ‘ধরিত্রী বাংলাদেশ’ এ সস্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান দেশের ৬ জন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর ধরিত্রী বাংলাদেশ বিভিন্ন অবদানের জন্য দেশের ৬জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে মানবসেবায় ডাঃ সারওয়ার আলী, মুক্তিযুদ্ধে নাসির উদ্দিন ইফসুফ বাচ্চু, শান্তিতে স্বপন রানী বকসী,  সংস্কৃতিতে মিনু হক, শিক্ষায় অধ্যাপক ড. মহুয়া মুখপাধ্যায়, কৃষিতে একলাল উদ্দিন আহমেদ, পরিবেশে অধ্যাপক ড. ইমামুল হক ও শিল্পকলায় অধ্যাপাক নিসার হোসেনকে সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ধরিত্রী বাংলাদেশের সভাপতি আ আ স  ম আরেফীন সিদ্দিক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। একলাল উদ্দিন আহমেদ আজন্ম কৃষি, শিক্ষা, পরিবেশ ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। একলাল উদ্দিন আহমেদ দোহার উপজেলার ইকরাশি গ্রামের নুর উদ্দিন আহমেদের ছেলে।

আপনার মতামত দিন