দ. আফ্রিকাকে হারিয়ে আফগানদের ইতিহাস

3
দ. আফ্রিকাকে হারিয়ে আফগানদের ইতিহাস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবার জিতে ইতিহাস গড়ল আফগানরা।

শারজায় প্রথমে ব্যাট করা দ. আফ্রিকাকে ফজলহক ফারুকী ও আল্লাহ মোহাম্মদ ঘাজানফারের বোলিংয়ে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ১৪৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানিস্তানের টপঅর্ডারের ৪ ব্যাটার রান পাননি। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ২৫ ও গুলবাদিন নাইবের ৩৪ রানে সহজ জয় পায় দলটি। প্রোটিয়াদের হয়ে বিয়র্ন ফরচুন ২টি উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তোপের ‍মুখে পড়েন দ. আফ্রিকার ব্যাটাররা। তবে উইয়ান মুল্ডারের ব্যাটিংয়ে কোনোমতে একশ রান পার করে দলটি। এই ব্যাটার ফারুকীর বলে আউট হওয়ার আগে ৫২ রান করেন।

আফগান পেসার ফারুকী সর্বোচ্চ ৪টি উইকেট পান। ঘাজানফার ৩ উইকেট দখল করেন।

আপনার মতামত দিন