দোহার ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত

683
দোহার ব্লাড ব্যাংক

‘রক্ত হল স্রষ্টার দান বাঁচাতে পারে স্রষ্টির প্রান’ এই শ্লোগানকে সামনে রেখে দোহারের স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন দোহার ব্লাড ব্যাংকে’ এর উদ্যোগে “জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ’ প্রাঙ্গণে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি’ আয়োজন করা হয়। সোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজ এর অধ্যক্ষ সিদিকুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন শান্ত, আওলাদ হোসেন রিয়াদ, কলেজ এর শিক্ষকবৃন্দ।

এই ক্যাম্পিং এ মাধ্যমে পাঁচশত এর বেশী শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ টেষ্ট করা হয়। এসময় দোহার ব্লাড ব্যাংক এর তাজুয়ার মনির  বলেন, আমরদের দোহার ব্লাড ব্যাংক এদের সবার ডাটা রেখে দিবো যখন রক্তের দরকার হবে তাদের সাথে আমরা কথা বলে তখন আমরা এখান থেকে ডোনার দিয়ে থাকবো তা ছাড়া আমরা দোহারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে যে কোন মুমূর্ষ রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনটাই হচ্ছে দোহার  ব্লাড ব্যাংক এর মূল লক্ষ্য।

আপনার মতামত দিন