দোহার বিএনপির বিক্ষোভ মিছিল

432

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলা বিএনপি বুধবার সকালে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উপজেলার লটাখোলা করম আলী মোড়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। দেশের জনগণ এ রায়কে কোনোভাবেই মেনে নেবে না।

আওয়ামী লীগ নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্যই কৌশল করে একের পর এক অন্যায় করে যাচ্ছে।

তিনি আরো বলেন নির্বাচন দেয়া ছাড়া এই সরকারের আর কোনো রাস্তা খোলা নেই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ ওসমানী, মহসিন উদ্দিন পলাশ, আবুল কালাম আজাদ, লিটন আহমেদ সেন্টু, শামীম আহমেদ টগর, জিল্লুর রহমান, রাসেল মাহমুদ, দিদার শেখ সিফাত হোসেন, খলিলুর রহমান, মামুনুর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন