দোহার প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সমাপ্ত

90
দোহার প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সমাপ্ত

ঢাকা জেলার দোহার উপজেলার প্রেসক্লাবের আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। আসন্ন এই নির্বাচন উপলক্ষে সভাপতি পদে দুই জন, সাধারন সম্পাদক পদে দুই জন ও সহ-সভাপতি পদে একজনসহ মোট ৫ জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন। দোহার প্রেসক্লাবের আসন্ন এই নির্বাচন উপলক্ষে এই মনোনয়নপত্র বিক্রি করেছে দোহার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি। দোহার প্রেসক্লাবের আহবায়ক ও নিউজ৩৯ এর সম্পাদক তারেক রাজিবের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

২৪ এপ্রিল থেকে শুরু হয় মনোনয়ন পত্র বিক্রি। যা শেষ হয় ২৬ এপ্রিল বিকাল ৫টায়। এই সময়ে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে মোট ৫টি। এর মাঝে ২৬ এপ্রিল সকালে একই সাথে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাবেক কমিটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু। ২৭ এপ্রিল সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ শাহজাহান এবং সহ-সভাপতি পদে মনোয়নপত্র সংগ্রহ করেন অলি আহমেদ। মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আতাউর রহমান সানী।

আপনার মতামত দিন