দোহারের প্রবাসীর পেট থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার

336

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোহারের ফজর আলীসহ ২ যাত্রীর পেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারলাইন্সের ওডি১৬২নং ফ্লাইটে ওই দুই যাত্রী ঢাকায় আসলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যাত্রী ঢাকার দোহারের ফজর আলী ও কুমিল্লার বুড়িচংয়ের কামাল হোসেন বিমান বন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। কোনো স্বর্ণ না পাওয়ায় তাদের শরীর থেকে মেটাল জাতীয় পদার্থ অপসারণ করে অর্চওয়েতে হাঁটানো হয়। পরে সেখানে হাই ফ্রিকোয়েন্সিতে মেটাল জাতীয় পদার্থ থাকার সিগনাল পাওয়া যায়। দুই যাত্রীই তখন তাদের রেক্টামে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের বিমান বন্দরের টয়লেটে নিয়ে রেক্টামে থাকা ৩টি করে মোট ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা বারগুলোর মোট ওজন ৬০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মতামত দিন