আপিল নিষ্পত্তি শেষে মনোনয়ন পত্র বাতিল হওয়া ৬ জন প্রার্থীর ৪ জনই প্রার্থীতা ফেরত পেলেন। বাদ পড়া দুইজন হলেন পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রহিম মিয়া ও নাসির আহম্মেদ। শনিবার রাত ৯টার দিকে দোহার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, দোহার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারী ১৫ প্রার্থীর ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল। যারা প্রতিদ্বন্দ্বীতায় ফিরলেন:
১. জহির উদ্দিন আহম্মেদ,
২. শাহবুদ্দিন আহম্মেদ,
৩. মাসুদ পারভেজ,
৪. মিজানুর রহমান মিজান
মনোনয়ন পত্র প্রত্যাহারের আগ পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দীতাকারীদের তালিকা:
১. উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম বাবুল
২. বিএনপি (নাজমুল হুদা) সমর্থিত নুরুল ইসলাম
৩. জামায়াত ইসলামী সামর্থিত এবিএম কামাল হোসাইন
৪. সুতারপাড়াস্থ ব্যাপারী বাড়ির সুজাহার ব্যাপারী
৫. ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মদ(মাসুদ মোল্লা)
৬. ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টু
৭. পবন ব্যাপারী বাড়ির জামাল উদ্দিন
৮. সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান বাবুল
৯. ব্যবসায়ী আমির হোসেন(আমির কোম্পানী)
১০. দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ
১১. জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ
১২. ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ
১৩. মিজানুর রহমান মিজান
৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ৭ মে প্রতীক বরাদ্দ করা হবে।