দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

945
দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

ঢাকা জেলার দোহার উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের দোহার পৌরসভার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের স্বাক্ষরিত এক প্যাডে রবিবার রাত সাড়ে সাতটায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। ৪১ জন নেতা কর্মী নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চার জন যুগ্মআহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। সদ্স্য হিসেবে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।

কমিটির বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী বলেন, আমরা ঢাকা জেলা দক্ষিণ এর মধ্যে একটিমাত্র পৌরসভা রয়েছে সেই পৌরসভার আজকে আহ্বায়ক কমিটির গঠন করেছি। এরা ওয়ার্ড কমিটি গঠন করবে এবং পৌর পৌরসভার কমিটি তারাই দিবে। আমরা যতদিন পর্যন্ত এ কমিটি বাতিল ঘোষণা না করবো তারা ততোদিন পর্যন্ত এ দায়িত্ব পালন করবে।

আপনার মতামত দিন