দোহার পৌরসভা নির্বাচন নিয়ে সকল হতাশা ও অন্ধকার অবশেষে কেটে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা সালমান এফ রহমানের আন্তরিক উদ্যোগে। সম্ভাব্য তফসিল ঘোষণা হতে পারে কুরবানী ঈদের পরে। শনিবার বিকেলে ঢাকাস্থ গুলশান কার্যালয়ে দলীয় নেতা-কর্মিদের সাথে মতবিনিময় করেন। এসময় নতুন ও পুরাতন সীমানা নিয়ে আলোচনা হয়। আলোচনায় সুতারপাড়া ও রাইপাড়ার আগের ও বর্তমান সীমানা নিয়ে পক্ষ-বিপক্ষ নিয়ে অনেকে মতবিনিময় করেন। পরে বিষয়টি তৃণমূলের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে সমাধার সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১ এর সাবেক এমপি শহীদ আহমেদ খন্দকার, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান সুজাহার ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা বীথি, দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সেক্রেটারি আলী হোসেন খোকন শিকদার, সকল ইউনিয়নের চেয়ারম্যান, দোহার পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও বিভিন্ন অংগসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ জনগণবৃন্দ।
https://web.facebook.com/subir.gope/videos/2926546444052659/?t=0
https://web.facebook.com/subir.gope/videos/2926546444052659/