দোহার পৌরসভায় করদাতাদের সাথে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত

530

দোহার পৌরসভায় করদাতা এবং ব্যবসায়ী নেত্ববৃন্দের মাঝে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কর অঞ্চল ঢাকা-৪ এর আয়োজনে  আজ ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় দোহার পৌরসভা অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

কর অঞ্চল ঢাকা-৪ এর যুগ্ন কর কমিশনার আব্দুস সবুর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) সদস্য ড.মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ঢাকা-৪ এর কর কমিশনার রাধেশ্যাম রায়, ঢাকা ট্যাক্সেস বার ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ । দোহার পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি করিম বেপারিসহ জয়পাড়া বাজায়ের ব্যবসায়ীবৃন্দ।

এ সময় প্রধান অতিঠির বক্তব্যে ড.মাহাবুবুর রহমান বলেন,”সকলের নিয়মিত কর দেওয়া উচিত”। বিশেষ অতিথির বক্ত্যবে ঢাকা ট্যাক্সেস বার ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন বলেন,”এ দেশের নাগরিক হিসেবে সকলের কর পরিশোধ করা উচিত। কারন এ করের টাকা দিয়েই সরকার আমাদের দেশ পরিচালনা করে। তাই দেশকে ভাল ভাবে পরিচালিত করার জন্য সকলের উচিত সরকারকে সহযোগীতা করা”।

আপনার মতামত দিন