দোহার পৌরসভায় অটোরিকশায় লাইসেন্স বাধ্যতামূলকঃ বাৎসরিক ফি ১৮৫০ টাকা

300

দোহার পৌরসভায় অটোরিকশায় লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। আর এজন্য বাৎসরিক ফি নির্ধারণ হয়েছে ১৮৫০ টাকা ।  দোহার পৌরসভায় ট্রেড লাইন্সেস ছাড়া পৌর এলাকায় কোন বহি:রাগত ইজিবাইক প্রবেশ করতে পারবে না বলে ঘোষনা প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ । তবে বিশেষ মানবিক কারনে যদি কোন চালক এই এরিয়াই প্রবেশ করে ,তার বিষয়ে বিবেচনা সুযোগ থাকবে ।এই ফ্রী বাৎসরিক হারে দিতে হবে ।যদি কোন ইজিবাইকের মালিক নিদিস্ট সময়ের মধ্যে ফ্রী পরিশোধ না করেন তাহলে ৫শত টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছেন । এই বিজ্ঞপ্তি প্রকাশের পর একাধিক ইজিবাইক মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন । দোহারের খাড়াকান্দার ইজিবাইক  চালক রশিদ মিয়া জানান,  আমরা সীমিত টাকা আয় করি ,এই দিয়ে কোন রকম পরিবার নিয়ে চলি । এরকম নতুন নতুন আইন করলে আমরা কি করে চলবো । অটোরিকশা চালক সালাম খান বলেন, যদি বছরে ৫শত টাকা করা হতো তাহলে নীরিহ ইজিবাইক মালিকদের জন্য সহজ হতো । এবিষয়ে পৌর প্রকৌশলী মশিউর রহমান জানান ,বাংলাদেশ সরকারে আদর্শ কর বিধি মালা আইন ২০১৪ সনের গেজেট অনুযায়ী সারা দেশ ব্যাপী এই আইন কার্যকর করা হয়েছে ।দোহার পৌরসভা নতুন কোন আইন নয় এটি । আমরা শুধু সরকারি নির্দেশ পালন করে থাকি । কম নেওয়া আমাদের সুযোগ নেই ।

আপনার মতামত দিন