দোহার পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

184

ঢাকার দোহার পৌরসভার ২১তম উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের ৫৭ কোটি ২ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আব্দুর রহিম মিয়া। প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

পৌর সচিব নাসরিন জাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, পৌর প্রকৌশলী মশিউর রহমান, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, জাগ্রত জনতার সম্পাদক মো. আতাউর রহমান সানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন প্রমূখ।

আপনার মতামত দিন