দোহার, নবাবগঞ্জ, কেরাণিগঞ্জ বিদ্যুৎ বিহীনঃ সচেষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি

875
পল্লী বিদ্যুৎ

শুক্রবার (৩০ মার্চ) দোহার, নবাবগঞ্জ, কেরাণিগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাত, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে এ ধরনের ক্ষয় ক্ষতি হয়। এই ক্ষয় ক্ষতির মধ্য মানুষের ঘরের চাল, বিদ্যৎ এর খুটি, কারেন্টর তার ছিড়ে পরে আর এ কারনে বিদ্যৎ বিচ্ছিন্ন হয়ে পরে পুরো ঢাকা দক্ষিণ।

এই ব্যাপারে রাত ১০টায় দোহার পল্লী বিদ্যুৎ এর জুনিয়র ইঞ্জিনিয়ার ইউনুস আহমেদ নিউজ৩৯ কে বলেন, আমরা বিকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছি। সবাই ই ফিল্ডে আছে। ২বার টেস্ট কেস চালানো হয়েছে। কিন্তু সিরাজদিখান উপজেলার খারশুড়ে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে থাকায় অবিচ্ছন্ন প্রবাহ রাখা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি রাতের মাঝেই লাইন সচল করতে, রাতে না হলে সকালে ঠিক হবে।

আপনার মতামত দিন