দোহার-নবাবগঞ্জ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

1369
দোহার-নবাবগঞ্জ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজের এইচএসসি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠানে সব ছাত্রছাত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, আজকের তরুণরা অনেকেই বিপথগামী হয়ে জঙ্গিবাদের পথে দাবিত হচ্ছে। অপরাধমূলক এসব কর্মকাণ্ড সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে। প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও তোমাদের জীবনকে আলোকিত করতে লেখাপড়ায় মনযোগী হয়ে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। সেই লক্ষ্যে নবীন শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম। আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, উপজেলা যুবলীগের সভাপতি মো. সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি প্রমুখ।

আপনার মতামত দিন