দোহার-নবাবগঞ্জ উপজেলা আমাদের পরিবারের রক্তে মিশে আছেঃ শায়ান এফ রহমান

541
শায়ান এফ রহমান

দোহার-নবাবগঞ্জ উপজেলা আমাদের পরিবারের রক্তে মিশে আছে। আমার বাবার স্বপ্ন এই দুই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তিত করার। তিনি রাত দিন এই দুই উপজেলার উন্নয়ন নিয়ে ভাবেন। আমার পিতা এই দুই উপজেলাকে আপন হাতে সাজাতে চান। আমিও আবার বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে সর্বদা আপনাদের পাশে থাকবো বলে মন্তব্য করেছেন্ আই এফ আইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান এফ রহমান। ঢাকার নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শায়ান এফ রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, ‘মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলার মাঠে যুবকদের আসার আহ্বান জানাচ্ছি। খেলাধুলার প্রতি এলাকার মানুষের যে টান রয়েছে আজ নবাবগঞ্জে না আসলে দেখতে পারতাম না।’ খেলাধুলার উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন শায়ান এফ রহমান।

আপনার মতামত দিন