নিউজ ডেস্কঃ সমাজ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপ। সংগঠনটির দেশি ও প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তায় দোহার ও নবাবগঞ্জের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, তারা শুধু শিল্প-সংস্কৃতি চর্চাতেই সীমাবদ্ধ নন; বরং জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনাকালে সংগঠনের এডমিন ও সদস্যরা বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত এমন মহতী উদ্যোগে এগিয়ে আসা, যাতে দরিদ্র মানুষ প্রয়োজনীয় সহায়তা পান।”
স্থানীয় বাসিন্দারা দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।