দোহার-নবাবগঞ্জে ১০ কোটি টাকার কাজ করব; মাহবুবুর রহমান

1089

আগামী ৫ বছরে দোহার-নবাবগঞ্জে ১০ কোটি টাকার উন্নয়ন কাজ করার ঘোষণা দিলেন ঢাকা জেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। গত ৩০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গতকাল বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে ভিশন-২০২১ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্প। এই ভিশন বাস্তবায়ন করতে আগামী ৫ বছরে দোহার নবাবগঞ্জে ১০ কোটি টাকার উন্নয়ন কাজ করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, জেলা পরিষদের প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের কো-অপ্ট সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য-ওয়াহিদুজ্জামান রনি প্রমুখ।

আপনার মতামত দিন