দোহার নবাবগঞ্জে সালমাল এফ রহমানের অ্যাম্বুলেন্স উপহার

356
সালমাল এফ রহমানের অ্যাম্বুলেন্স উপহার

 

 

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় একটি টয়োটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

 

২ জুন(মঙ্গলবার) দোহার নবাবগঞ্জ বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট হতে একটি টয়োটা অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি।

 

জানা যায়, করোনা মহামারী এবং দুর্যোগে দোহার নবাবগঞ্জ বাসীর জন্য জটিল এবং মুমূর্ষু রোগী বহনে  এ অঞ্চলের জনগণের জন্য অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

 

এ সময় দোহার নবাবগঞ্জ বাসীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে অ্যাম্বুলেন্স প্রদান করায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে দোহার নবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আপনার মতামত দিন