অবশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলার দূর্গা পূজা সম্পন্ন হয়েছে। দোহার উপজেলার ৩৬টি ও নবাবগঞ্জ উপজেলার ১৭৪টি মন্দিরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এই শারদীয় দূর্গা উৎসব। ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং থানা প্রশাসন সহ আনসার বাহিনীর সহযোগিতায় নির্বিঘেœ হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ঢাকা জেলা ও দুই উপজেলার পূজা উদযাপন পরিষদ সহ প্রতিটি মন্দিরের কর্মকর্তারা। উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক সহযোগিতার জন্য তারা ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট সবাইকে।
শুক্রবার বিকেল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা বিসর্জন শুরু হয়। মন্দিরের পাশে অবস্থিত বিভিন্ন নদী ও খালে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয় রাত ১০টার মধ্যেই। পূজা চলাকালীন দুই উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শণ করেণ ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুম আহমেদ ভুইয়া, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দোহার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান, দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার মেহবুব কবির, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা লাবন্য ভূইয়া সহ আরও অনেকে।