দোহার-নবাবগঞ্জে মীনা দিবস পালিত

69
দোহার-নবাবগঞ্জে মীনা দিবস পালিত

 “মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যে ঢাকার দোহার ও নবাবগঞ্জে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলাদ্বয়ের শিক্ষা অফিস।

দোহারের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজা আক্তার রিবা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী।

অনুষ্ঠানে দোহার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অপরদিকে নবাবগঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমূখ।

আপনার মতামত দিন