দোহার নবাবগঞ্জে মা ইলিশ রক্ষায় প্রসাশনের তৎপরতা

788

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন, দোহার এবং নবাবগঞ্জ কর্তৃক আড়তদার নিয়ে সচেতনতা সভা, মাইকিং ও বাজারে বাজারে লিফলেট বিতরন করা হয়েছে । এ সময় আগামী ১২ থেকে ৩রা নভেম্বর সারা দেশের ন্যায় দোহার নবাবগঞ্জে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে জেলে ও আড়তদারদের সচেতন করা হয়।

elish2

আপনার মতামত দিন