দোহার-নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত

220

স্বাধীনতা দিবসে শহীদদের সম্মান জানাতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ দোহার-নবাবগঞ্জের উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তব্ক অর্পণ করেছেন। ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় অনেকেই নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গোটা বাংলাদেশের ন্যায় পদ্মা কলেজে, জয়পাড়া কলেজ, নবাবগঞ্জ কলেজেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।

এরপর পরই শুরু হয়  আলোচনা সভা। আলোচনায় উঠে আসে মহান মুক্তিযুদ্ধে বাংলার বীর যোদ্ধাদের অবদানের কথা। উঠে আসে মহান মুক্তিযুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা। আরও উঠে আসে বর্তমান সময়ে যে দুর্বার গতিতে বাংলাদেশের উন্নতি হচ্ছে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি হচ্ছে তাও এ স্বাধীনতার ফসল।

এ সময় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে আহবান জানান।

আপনার মতামত দিন