দোহার – নবাবগঞ্জে মংগল শোভাযাত্রা

381

 জীর্ণ-পুরনো, অশুভ ও অসুন্দর সবকিছুকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে আবারও এলো পহেলা বৈশাখ। বঙ্গাব্দ ১৪২৫। আজ (শনিবার) বৈশাখকে বরণ করতে সেজেছে সারাদেশ। আর সেই আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল দোহারে ও নবাবগঞ্জে উপজেলা প্রসাশন কতৃক আয়োজিত মংগল শোভাযাত্রা।

চিত্রঃ উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ খাবার পরিবেশন।

দোহারে মংগল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার ভূমি সালমা আক্তার, নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, উপজেললা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার স্বর্ণালী রহমান, ছাত্রলীগ নেতা ও জাতীয় রোভার স্কাউট লিডার শিহাব আহমেদ, বশীর উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ জালাল উদ্দিন সহ শিল্প কলা ও সামাজিক সংগঠন।

এ সময় আফরোজা আক্তার রিবা তুলে ধরেন বিশ্বায়নের বাস্তবতা ও শেকড় সন্ধানের বিষয়। তিনি বলেন, ‘পরস্পর ঐক্যবদ্ধ থেকে বিশ্বকেও যোগ করে নেবো আমাদের সঙ্গে। দেশীয় মানসের সঙ্গে বিশ্ব মানসের সহজ সংযোগেই আসবে মানবকল্যাণ।’

চিত্রঃ মংগল শোভাযাত্রার র‍্যালী।

আপনার মতামত দিন