দোহার- নবাবগঞ্জে ভোটাধিকার দিবস পালিত

39
দোহার- নবাবগঞ্জে ভোটাধিকার দিবস পালিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লোগানে কে সমানে রেখে দোহার এবং নবাবগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে হবে। বংগবন্ধুর ৬ দফার মধ্যে ছিলো জনগণের ভোটাধিকার। আর এই ভোটাধিকার অর্জনের জন্য বংগবন্ধু সারাটি জীবন সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন। একইসাথে তার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীরাও নির্যাতিত হয়েছেন। তাই, আজ যে কোন মূল্যে জনগণের ভোটাধিকার সমুন্নত রাখতে হবে।

দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এই র‍্যালী বের করা হয়। দোহারে র‍্যালীটি জয়পাড়া রতন চত্তর ঘুরে পূনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। আর নবাবগঞ্জে র‍্যালীটি উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে উভয় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোহারে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের আলম এবং নবাবগঞ্জে নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন মঞ্জুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় অন্যান্যরা ভোটাধিকার নিয়ে অনেকে অংশ গ্রহণ করেন এবং সেই সাথে আলোচনাও রাখেন।

অন্য খবর  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

এসময় উপস্থিত ছিলেন দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অফিসার এবং স্কুল-কলেজের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত দিন