‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এ স্লোগানকে ধারণ করে শনিবার সকাল ১০টায় ঢাকার দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি শেষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দোহার-নবাবগঞ্জ অঞ্চলের সভাপতি ডা. শ্যামল লাল পাল, ডা. ইয়াহিয়া মাহমুদ খান, ড. তানিয়া কবির প্রমুখ।
আপনার মতামত দিন