দোহার-নবাবগঞ্জে বিভিন্ন গির্জা পরিদর্শন

81

ঢাকার দোহার-নবাবগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে এ উপলক্ষে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন দোহার- নবাবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ ।

গতকাল শনিবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ গির্জা, গোল্লা গির্জা, তুইতাল গির্জা, বক্সনগর গির্জা ও সোনাবাজু গির্জা এবং দোহারের ইকরাশী গির্জা সংশ্লিষ্ট গ্রামের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

হাসনাবাদ জপমালা রানির গির্জার ফাদার স্ট্যানিস লাউস বলেন, বড়দিনের শিখায় আলোকিত হয়ে উঠবে সমাজ রাষ্ট্র ও পৃথিবী। সব জড়তাকে পেছনে ফেলে, শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা থাকবে এবারের বড়দিনের উৎসবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সাবেক প্রয়াত সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের স্ত্রী নন্দিনী গুহ আলো,দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বাদার্স তরেণ পাল, বান্দুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, হাসনাবাদ গির্জা সভাপতি স্ট্যানিস লাউস গমেজ, সহ-সভাপতি সেলিস্টিন রোজারিও,সাধারণ সম্পাদক নিকলাস সত্য গমেজ প্রমূখ।

আপনার মতামত দিন