দোহার নবাবগঞ্জে দূর্নীতিবিরোধী দিবস পালিত

58

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন। ” এই প্রতিপাদ্য উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রাঙ্গনে সমবেত হয়ে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা কম্পাউন্ডারের ভিতরে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলায় ভাইরাস চেয়ারম্যান সুজাহার বেপারী ও একলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন দোহারের ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে থেকে সালাউদ্দিন দরানি, অধ্যাপক হান্নান, আমজাদ হোসেন আজাদ, দোহার থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন প্রমুখ।
নবাবগঞ্জে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নাসিরুদ্দিন ঝিলু ও উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা সালাহউদ্দিন মঞ্জু এবং নবাবগঞ্জ উপজেলা অফিসার ইন চার্জ শেখ সিরাজ লিটুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় জনসাধারণ।

আপনার মতামত দিন