মো :সোহাগ মাহমুদ ♦ দোহার নবাবগঞ্জে আবার দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। কিছু দিন বন্ধ থাকার পর আবার দেখা দিয়েছে এই ডাকাত আতঙ্ক। যা কিছু দিন আগেও ঘুম কেড়ে নিয়েছিল এই এলাকার সাধারন মানুষের। গত মঙ্গলবার বানাঘাটায় ঘটেছে এক আদম ব্যবসায়ির এর বাড়িতে ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে একদল ডাকাত দেশীয় বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে ব্যবসায়ী মোস্তাফার(৫৫) বাড়িতে হামলা চালায়। এসময় অস্ত্রের মুখে তারা লুটে নেয় প্রায় ৪২ ভরি স্বর্নালঙ্কার যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা ও নগদ এক লাখ টাকা। ডাকাতরা যাবার সময় মোস্তাফা(৫৫) ও তার ছেলে মিন্টু(৩০)কে বেদম মারধর করে। তাদের গুরুতর আহত অবস্থায় জয়পাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় ডাকাতদল দেশীয় ধারাল অস্ত্র ও বন্দুক নিয়ে মূহূর্তের মধ্যে কিছু বুঝবার আগেই তাদের জিম্মি করে তাদের মালামাল লুটে নেয়। এবং পালাবার আগে গৃহকর্তা মোস্তাফা ও তার ছেলে মিন্টুকে মারধর করে। ডাকাতরা চলে যাবার সাথে সাথে পুলিশকে জানান হয় এবং কিছুক্ষনের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পরিস্থতি পর্যবেক্ষন করে ডাকাতদের অতিদ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। বর্তমানে পরিবারটি হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে ডাকাতির পর মারধরের ঘটনাকে পারিবারিক শত্রুতা বলেও অনেকে মনে করছেন। বার বার এহেন ডাকাতির ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ, তারা প্রশাশনের কাছে ডাকাতির বন্ধের নিশ্চয়াতা চায়।
দোহার নবাবগঞ্জে ফের ডাকাত আতঙ্ক
আপনার মতামত দিন