দোহার-নবাবগঞ্জে ঘন কুয়াশার রাজত্ব

592
অবশেষে আসি আসি করে এসে পড়লো শীতের আগমনী বার্তা। এবং সেই শীত আসলো নিজের প্রায় সবটুকু নিয়েই। দোহার-নবাবগঞ্জকে ঢেকে দিলো ঘন কুয়াশার

অবশেষে আসি আসি করে এসে পড়লো শীতের আগমনী বার্তা। এবং সেই শীত আসলো নিজের প্রায় সবটুকু নিয়েই। দোহার-নবাবগঞ্জকে ঢেকে দিলো ঘন কুয়াশার চাদর দিয়ে।

অবশেষে আসি আসি করে এসে পড়লো শীতের আগমনী বার্তা। এবং সেই শীত আসলো নিজের প্রায় সবটুকু নিয়েই। দোহার-নবাবগঞ্জকে ঢেকে দিলো ঘন কুয়াশার

আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে দোহার-নবাবগঞ্জ। কুয়াশার দাপটে সারা দিনে দুই তিনবার দেখা গেছে সূর্য মামার মুখ। তাছাড়া সারাটা দিন তিনি ছিলেন ঘন কুয়াশার চাদরে নিজেকে ঢেকে।

অবশেষে আসি আসি করে এসে পড়লো শীতের আগমনী বার্তা। এবং সেই শীত আসলো নিজের প্রায় সবটুকু নিয়েই। দোহার-নবাবগঞ্জকে ঢেকে দিলো ঘন কুয়াশার
থানার মোড়

ঘন কুয়াশার প্রভাব পড়েছে দোহার-নবাবগঞ্জের সব জায়গাতেই। সকালটা যেন শুরুই হয়েছে অনেক দেরি করে। সকাল ৮টার সময়ও যেন শুরু হয়নি কর্মজীবিদের ভোর। ঘন কুয়াশার দাপটে দোহার-নবাবগঞ্জ সড়কেও গাড়ির উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে অনেক কম। হেড লাইট জ্বালিয়ে চলাফেরা করতে হয়েছে বাস ট্রাককে। স্বাভাবিকের তুলনায় তাদের গতিবেগ ছিল অনেক কম। মুল সড়কে অটোর সংখ্যা তুলনামুলক কম।

অবশেষে আসি আসি করে এসে পড়লো শীতের আগমনী বার্তা। এবং সেই শীত আসলো নিজের প্রায় সবটুকু নিয়েই। দোহার-নবাবগঞ্জকে ঢেকে দিলো ঘন কুয়াশার
কর্মব্যস্থ থানার মোড়

সীমিত ছিল কর্মজীবি মানুষের চলাফেরা। নদীর পারে ছিল কুয়াশার দাপট। কুয়াশার কারনে সকালে বন্ধ ছিল মৈনট ও বাহ্রা ঘাটের ফরিদপুর গামী বোট।

দোহার-নবাবগঞ্জে ঘন কুয়াশার রাজত্ব
জয়পাড়া পাইলট স্কুল রোড

 

দোহার-নবাবগঞ্জে ঘন কুয়াশার রাজত্ব
কুয়াশার চাদরে ঢাকা রতন স্বাধীনতা চত্ত্বর

 

দোহার-নবাবগঞ্জে ঘন কুয়াশার রাজত্ব
কলেজ রোড
আপনার মতামত দিন