শরিফ হাসান ও গাজী নাদিম মাহমুদ;৩৯ঃ সারা দেশের মতো বৃহস্পতিবার দোহারে-নবাবগঞ্জেও স্বতস্ফূর্তভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দোহারের ২টি কেন্দ্র জয়পাড়া মডেল পাইলট স্কুল ও মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজ থেকে এবার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮০২জন, এর মাঝে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৯১জন। আজ পরীক্ষার প্রথম দিনে দোহারের দুটি কেন্দ্র পরিদর্শন করেন থানা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন।
চিত্রঃ জয়পাড়া মডেল পাইলট স্কুল কেন্দ্র।
নবাবগঞ্জেও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিউজ৩৯কে সন্তুষ্টির কথা জানান।
আপনার মতামত দিন