দোহার-নবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে স্বাধীনতা দিবস পালিত

802

দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দুটির প্রধান স্মৃতিস্মম্ভে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকালে দিবসটি উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। দোহারে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ ( দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম এমপি।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আইজিআর খান আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক রাসেল, জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সিরাজুল ইসলাম শেখ।

অন্য খবর  দোহার প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুরুজ আলম সুরুজ, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, মহিলা লীগ নেত্রী আনার কলি পুতুলসহ উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

আলোচনা অনুষ্ঠানের আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন স্বাধীনতা শোভাযাত্রা, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, পুরস্কার বিতরন, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, এতিখানায় উন্নতমানের খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, প্রীতি ভলিবল ও ফুটবল খেলা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করে।

অপরদিকে, নবাবগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ ( দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এড.সালমা ইসলাম এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমূখ।

আপনার মতামত দিন