দোহার-নবাবগঞ্জে ১শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছ

368

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে সরকারের সাড়ে তিন বছরে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় প্রায় একশ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে।

রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য অবকাঠামোসহ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ দেয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, একশ’ কোটি টাকার মধ্যে ৪০ কিলোমিটার দীর্ঘ ৩০টি পাকা রাস্তার উন্নয়ন ও মেরামত বাবদ ১ কোটি ৩৫ লাখ টাকা, ৮৩১ মিটার লম্বা ৬টি ব্রিজ বাবদ ১৯ কোটি ২৮ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, পাকা ঘাটলা ও বাজার উন্নয়নে ৫১ কোটি ৫২ লাখ টাকার কাজ চলছে।

নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো ১৫০ কিলোমিটার ছোট-বড় কাঁচা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। খাদ্যশস্য অর্থ বরাদ্দ থেকে ৪ হাজার ৬৯৩ মেট্রিক টন ও নগদ টাকাসহ মোট ৯ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ব্যয় হচ্ছে। এছাড়া ৭৮৫টি মসজিদ, ৩৪০টি মন্দির, ১৭০টি স্কুল, ১ হাজার ২১২টি রাস্তা নির্মাণ ও সংস্কারসহ বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে।

অন্য খবর  দোহারে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এলজিইডি অফিসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন সোয়া ৩ কোটি টাকার টিকরপুর গালিমপুর বাইপাস হয়ে দোহার নিকড়া সড়ক পর্যন্ত উন্নয়ন, ১৪টি ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকার পাকা রাস্তা উন্নয়ন, মহব্বতপুর ধাপারী বাজার ব্রিজ, বান্দুরা নুরনগর ব্রিজ, মোল্লা খতিয়া ব্রিজসহ প্রায় ১শ’ কোটি টাকার কাজ এ অর্থ বছরে বাস্তবায়ন হবে বলে সূত্রে জানায়। এছাড়া ঢাকা হয়ে নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কের ওপর সকল ব্রিজগুলো নির্মাণ ও সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে।

আপনার মতামত দিন