দোহার নবাবগঞ্জের ১৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

232

ষষ্ঠ ধাপে নির্বাচিত ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৮ জন ইউপি চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। এর মধ্যে চুড়াইন ইউপির চেয়ারম্যান জলিল ব্যাপারী হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি।

চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী।

এ সময় শপথ গ্রহণ করেন দোহার উপজেলার মুকসুদপুর ইউপির অধ্যাপক এমএ হান্নান, বিলাশপুরের রাশেদ চোকদার, নয়াবাড়ির তৈয়বুর রহমান তরুণ, কুসুমহাটির আব্দুল কাদের মণ্ডল ও নারিশার আলমগীর হোসেন।

এ ছাড়া নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউপির মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কলাকোপার ইব্রাহীম খলিল, বক্সনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিকারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুরের রেশমা আক্তার, বান্দুরার হুমায়ন কবির, বাহ্রার সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালীর এম এ বারী বাবুল মোল্লা, নয়নশ্রীর পলাশ চৌধুরী, যন্ত্রাইলের মনিরুজ্জামান তুহিন, কৈলাইলের বসির আহমেদ, আগলা ইউপির শিরিন চৌধুরী, গালিমপুর ইউপির আজিজুর রহমান ভূঁইয়া শপথ নেন।

আপনার মতামত দিন