দোহার নবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শে মার্চ ’৭১ এ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

283

গাজী নাদিম মাহমুদ/তৌহিদুল ইসলাম,নিউজ৩৯: রবিবার সারাদেশের ন্যায় দোহার নবাবগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শে মার্চ ’৭১ এ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।  সকালে দোহারের পদ্মা কলেজে  জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ মোঃ জালাল হোসানের সভাপতিত্বে কলেজের মেজর জেনারেল (অবঃ) ডাঃ এ আর খান ভবনের  মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের খ্যাতিমান মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান খোকা মিয়া ও ব্যাংকার আব্দুর রউফ। তারা উভয়েই ছিলেন ঢাকা দক্ষিণে দায়িত্বপ্রাপ্ত সাব কমান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তান এই  দুই বীর মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেন।

আলোচনায় বক্তারা ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তান হানাদার বাহীনির নৃসংশ ও বর্বরোচিত হত্যা কান্ডের বর্ণনা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে আদর্শ দেশপ্রেমিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত সকলে ১মিনিটের নীরবতা পালন করেন।

আপনার মতামত দিন