দোহার-নবাবগঞ্জের একুশে ব্লাড ডোনারস্ ক্লাব: মানবতার কল্যাণে রক্তদান

127

মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এই স্লোগানকে সামনে নিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি বাস্তবায়ন করেছে একুশে ব্লাড ডোনারস্ ক্লাব নামের একটি সামাজিক স্বচ্ছাসেবী সংগঠন। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ ড. আলমাছ আলী খান।

কলেজের প্রায় সকল ছাত্রছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং করানো হয়। সকল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহন করে। একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের আহবায়ক মোস্তাক আহমেদ জানান, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতন করতে ও রক্ত দেয়ার গুরুত্ব বুঝাতেই আমরা এটা করছি। রক্তদানে রোগী ও রক্তদাতা উভয়েরই কল্যাণ নিহিত রয়েছে। তাছাড়া সকল ছাত্রছাত্রীদের মানবকল্যাণের জন্য কাজ করতে উৎসাহ প্রদানের জন্যও আমরা এটা করছি। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, তৌহিদুল ইসলাম বাবু, কামাল, বোরহান উদ্দিন, মোশারফ ।

আপনার মতামত দিন