দোহার থানা পুলিশের সাথে দোহার পূজা উদযাপন পরিষদের মত বিনিময়

337
দোহার পূজা উদযাপন পরিষদ

সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলের করনীয় নিয়ে ঢাকার দোহারে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে দোহার থানা পুলিশ। শনিবার  বিকেলে উপজেলার একটি কনফারেন্স সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

দোহারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল। সভায় সভাপতিত্ব করে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। দুস্কৃতিকারীরা যাতে কোনভাবে এ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফেসবুকে কেউ যাতে কোন ধরনের উস্কানি ছড়িয়ে কোন ঘটনা না ঘটাতে পারে সেটা মাথায় রাখতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন রাজবংশী সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান।

আপনার মতামত দিন