দোহার থানা পুলিশের করোনা সচেতনতায় মসজিদে আলোচনা সভা

50

ঢাকা দোহার উপজেলায় মহামারী করোনাভাইস ও ঈদুল আযহা উপলক্ষে মসজিদে মসজিদে কোভিড-১৯ এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার জয়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ সচেতনতামূলক বক্তব্য রাখেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

এসময় তিনি বলেন, দোহার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে।করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারের নির্দেশনায় এ উপজেলায় সর্বোচ্চভাবে জনসাধারণ মানুষের মাঝে করোনা সচেতন সৃষ্টি করতে প্রসাশনের কঠোর নজরদাড়ি রয়েছে ।

তিনি আরো বলেন,করোনা ভয়াবহতা আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাট গুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেনে চলার জন্য মুসল্লিদের আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেককে মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন তিনি।

আপনার মতামত দিন