দোহার টু ফরিদপুর নৌ ঘাট এখন বিলাশপুরে

598

দোহার দোহার থেকে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরে যাবার নৌঘাট এখন বিলাশপুরে। আগে এই ঘাট কার্তিকপুরের কাছে মৈনটে ছিল।

বিভিন্ন সমস্যার কারনে এই নতুন ঘাট চালু করা হয়। নতুন ঘাট চালু করার ফলে সাধারণ যাত্রী ও মাঝিদের মধ্যে আনন্দ লক্ষ করা গেছে। যাত্রীরা নিউজ৩৯-কে জানালেন দোহারের প্রধান বাজার হল জয়পাড়া বাজার, বিভিন্ন প্রয়োজনে তাদের এই বাজারে আসতে হয় কিন্তু মৈনট থেকে তাদের জয়পাড়া আসতে সময় বেশি লাগে ও কষ্টও বেশি হয়, বিলাশপুর থেকে জয়পাড়া অপেক্ষাকৃত কাছে হওয়ায় এখন তাদের সুবিধা হয়েছে ।

ফরিদপুরের লোকজন ঢাকা যাওয়ার পথ হিসেবে দোহার উপজেলাকে ব্যবহার করে, তারা পদ্মা পাড়ি দিয়ে দোহার হতে ঢাকাগামী বাসে উঠে। বিলাশপুরে ঘাট হওয়ায় তাদের ঢাকার বাসে উঠতে সহজ হবে।

একজন মাঝি জানান, মৈনটে চর জাগায় তাদের নৌকা পাড়ে ভিরাতে সমস্যা হতো, এখন সহজেই কিনারে ভিরতে পারছে।

কিন্তু অন্যদিকে দোহার টু ফরিদপুর নৌ ঘাট বিলাশপুরে হওয়ায় এই এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তারা বলছে এখানে ঘাট স্থাপনে ফলে গাড়ির চাপ বেড়ে গেছে, ঘটছে ছোট ছোট দূঘর্টনা, আশংকা রয়েছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় কোনো দূর্ঘটনা।

আপনার মতামত দিন