দোহার গ্রীন আর্মির প্রেস বিজ্ঞপ্তি

245
দোহার গ্রীন আর্মি

দোহার গ্রীন আর্মির ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে দোহারের সেচ্ছাসেবী সংস্থা “গ্রীন আর্মি” ছিলো কর্মতৎপর। দিন ব্যাপি আয়োজনে দোহার উপজেলা প্রশাসনের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে গ্রীন আর্মি। উপজেলা কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন দায়িত্ব পালন করা ছাড়াও তারা উপজেলা প্রশাসনের হয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোহারের বিভিন্ন স্কুলে আয়োজীত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা,  বিতর্ক প্রতিযোগীতা সহ নানা আয়োজন পরিদর্শন করে।

গ্রীন আর্মির সভাপতি কাজী মারুফুল হাসান, উপজেলা প্রশাসনের সহযোগী সংস্থা হিসেবে “গ্রীন আর্মি” কে সুযোগ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ম্যাম এর প্রতি আমরা আন্তরিক ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ধারাবাহিকতায় সামনের দিন গুলিতেও যদি আরো সুযোগ পায় তবে গ্রীন আর্মি তার সর্বচ্চ চেষ্টা অব্যাহত রাখবে, অনুমতিক্রমে উপজেলা প্রশাসনের সহযোগী সংস্থা হিসেবে কাজ করতে।

দিন ব্যাপি সফল আয়োজন শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা গ্রীন আর্মিকে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনীর উপর বেশ কিছু বই উপহার দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সালমা খাতুন।

আপনার মতামত দিন