দোহার-গালিমপুর সংযোগ সড়কে কার-নসিমন মর্মান্তিক সংঘর্ষঃ হাত কাটা পড়লো ড্রাইভারের

1371

নিউজ৩৯,মেহেদিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় দোহার-গালিমপুর সংযোগ সড়কের আড়িয়াল বিল চকে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ডান হাত হারিয়েছেন প্রাইভেট কার চালক সুমন আহমেদ। তার বয়স আনুমানিক ২৫। সুমনের বাবার নাম আব্দুর রহিম। বাড়ী দোহারের বটিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিক আড়িয়াল বিল চকে ঢাকা থেকে দোহারগামী এবং দোহার থেকে নবাবগঞ্জের গালিমপুরগামী একটি বেপোরয়া নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমনটি প্রাইভেট কারের উপরে উঠে যায়, ঘটনাস্থলে তৎক্ষণাৎ প্রাইভেট কার চালক সুমনের ডান হাত কাটা পড়ে। এ সময় আশেপাশ থেকে লোকজন ও টহল পুলিশ এসে সুমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকাস্থ মিডফোর্ড হাসপাতালে পাঠায়।  সেখানে সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। পরে সুমনের ছোটভাই মামুন এসে কাটা হাতটি নিয়ে যায়, কিন্তু মিডফোর্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাত আর জোড়া দেয়া সম্ভব নয় বলে জানান।

আপনার মতামত দিন