দোহার করোনার উপসর্গে প্রবাসীর মৃত্যু

346

ঢাকার দোহার উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মো. মাজেদ মোল্লা (৪৫) নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছে। রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত মো. মাজেদ মোল্লা ওই গ্রামের মৃত মধু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন যাবৎ মো. মাজেদ মোল্লা জ্বর, ঠান্ডা ও কাশির সাথে ফুসফুসের সমস্যা জনিত রোগে ভুগছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যায়। রোববার সন্ধ্যায় হঠাৎ করে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাজী মো. ওমর ফারুক জানান, দুইদিন আগে তিনি নিজে থেকে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে ছিলেন। নমুনা রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

আপনার মতামত দিন