দোহার ও নবাবগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত 

380

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। শনিবার (১৪ জুলাই ) দিনব্যাপী এ উৎসব পালন করা হয়। দুপুরে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নে গোল্লা গোবিন্দপুরে রথে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসবের সূচনা করেন। উৎসবকে ঘিরে বসে গ্রাম্য মেলা।

বাংলাদেশ ইসকনের হট্ট সংঘের উদ্যোগে ভক্তি বিনোদ নাম হট্ট সংঘ ও গোল্লা গোবিন্দপুর নাম হট্ট সংঘ এর আয়োজন করে।

ওই সংঘের সভাপতি প্রফুল্ল বর্মন জানান, গোবিন্দপুর ডা. বাড়ি থেকে ইয়ুথ ক্লাব মাঠে গিয়ে শেষ হবে। রোববার (২২ জুলাই) ফিরতি রথের মধ্যে দিয়ে এ বছরের উৎসব সম্পন্ন হবে।

এছাড়া নবাবগঞ্জের বান্দুরা, কলাকোপা, বর্ধনপাড়ায়, চন্দ্রখোলায় রথযাত্রা উৎসব পালন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষ।

অন্যদিকে, দোহারের জয়পাড়ায় জগৎবন্ধুর আঙ্গিনা থেকে রথযাত্রার সূচনা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লটাখোলায় এসে শেষ হয়।

আপনার মতামত দিন