দোহার ও নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

264

জোবায়ের শরিফঃ দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার উদ্যগে শোক র‍্যালি বের করা হয়।
পরে সকাল ১০টায় দুই উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল ১০ঃ৩০ মিনিট নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাবগঞ্জ শহীদ মিনারের পাশে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ, এম, সালাউদ্দিন মনজু সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুব রহমান , নাসির উদ্দীন আহাম্মেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সালাউদ্দিন সহ অন্য অন্য নেতা কর্মীরা।

অপরদিকে, দোহার উপজেলা পরিষদে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ আক্তার রিবা। সে সময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথী, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সুরুজ আলম সুরুজ, রজব কমান্ডার, দোহার থানার তদন্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যতি চন্দ্র বিকাশ, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ সহ অন্য অন্য নেতা কর্মীরা।
আলোচনার পর দোহারের বিভিন্ন স্থানের কর্মসূচীতে অংশগ্রহন করেন- দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, বিলাশপুরে শোক সভায় তোবারক বিতরণের উদ্ভবন করেন এরপর তিনি মেঘুলায় শোক সভায় উপস্থিত থেকে কোরআন বিতরণ করেন।

অন্য খবর  দোহারে সালমান এফ রহমানের গনসংবর্ধনা সফল করার লক্ষে যৌথসভা

এছাড়া দুই উপজেলার ২২টি ওয়ার্ড ও একটি পৌরসভাসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শোক দিবসের পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।

আপনার মতামত দিন