দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে একশত শয্যাঃ ডঃ জসিমউদদীন

203

আন্তর্জাতিক নার্স দিবস আজ। সমাজের প্রতি নার্সদের অবদান ও মানুষের সেবায় যেভাবে তারা কাজ করেন তা সবার সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এ দিবস পালন শুরু হয়। এ বছর নার্স দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’সারাদেশের ন্যায় দোহার উপজেলায়ও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদদীন। সে সময় তিনি বলেন, আমাদের সবাইকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। হাসপাতালে সেবার মান আরো বাড়াতে হবে। আগামীতে আমাদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি হবে। আর সে জন্য আমাদের হাসপাতাল বড় করতে হবে। এটাও আমাদের অনুমোদন হয়ে গিয়েছে এখন শুধু সময়ের ব্যাপার।

সে সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও নার্স গন।

আপনার মতামত দিন